নিজেকে ভালোবাসা নিয়ে ক্যাপশন।
কথায় আছে,
জোর করে কোন কিছুই পাওয়া যায় না।
কথাটা আসলেই সত্য।
জোর করে ভালো থাকা যায় না।
জোর করে ভালোবাসা পাওয়া যায় না।
জোর করে কারো আপন হওয়া যায় না।
আপনি চাইলেই একটা মানুষকে ভালো করতে পারবেন না,
যদি সে নিজ থেকে ভালো হতে না চাই।
আপনি চাচ্ছেন আপনার প্রিয় মানুষটা
আপনার মনের মতোই হোক,
আপনাকে একটু বুঝুক।
তার জন্য দিনের পর দিন সেক্রিফাইস করে যাচ্ছেন,
নিজে কষ্ট পাচ্ছেন।
মানুষটাকে নিজের মতো করে পাওয়ার জন্য রীতিমতো লড়াই করে যাচ্ছেন।
কিন্তু এত লড়াই করার পরও দেখা যায়
দিনশেষে আপনি তার কাছ থেকে কষ্ট ছাড়া আর কিছুই পাচ্ছেন না।
আসলে একটা কথা কি জানেন তো!
যার কাছে মানসিক শান্তি পাবেন,
সে শুরু থেকেই আপনাকে মানসিক শান্তি দিবে।
আপনাকে বুঝবে।
আপনার ভালো মন্দের গুরুত্ব দিবে।
আর যে কষ্ট দেওয়ার সে শুরু থেকে শেষ অবধি কষ্টই দিবে।
যত চেষ্টাই করেন না কেন,
এরা চেইঞ্জ হওয়ার নয়।
তাই নতুন করে বাঁচুন।
নিজেকে ভালোবাসুন।
ভালো থাকার জন্য এইটা অন্তত প্রয়োজন।
||নিজেকে ভালোবাসা হোক তবে||
সানজিদা রহমান আইরিন
No comments