চলেছি এক মন পবনের দেশে জানিনা কোন পথটা ধরে।
কবিতা - মন পবনের নাও
রচনায় - হামিদুল আলতাফ
চলেছি এক মন পবনের দেশে
জানিনা কোন পথটা ধরে
মনের ভুলে পথটা ছেড়ে,
হারিয়ে যাবো কোন সুদূরে ভেসে।
চলে যাবো মন পবনের গাঁয়
আঁকাবাঁকা আলপথে
ফসল ঘেঁসে যেতে যেতে,
পৌঁছে গিয়ে বসবো বটের ছায়।
চলে যাবো সেই সোনার দেশে
বন বাদারে পাখীরা সব
দিনমান করে কলরব,
শাপলা সালুক দিঘীর জলে ভাসে।
যাবোই আমি সেই সোনার গাঁয়
রাখাল যেথা বাজায় বাঁশী
পরব সেথা বারো মাসই,
চড়বো সেথা সুজন মাঝির নায়।
বাঁধবো বাসা মন পবনের সাথে
কুলবধূঁ, বালিকা যেথা
সেলাই করে নকশী কাঁথা,
শিউলী, বেলী, বকুল মালা গাঁথে !
চড়েছি এক মন পবনের নায়
জানিনা সে কোন সুদূরে
কোন নদীর মোহনা ঘুরে,
কোন সাগরে আমায় নিয়ে যায়!
onak sundar akti kobita
ReplyDelete