Breaking News

হেরে গিয়েছি জীবনের বাজি

 





হেরে গেছি হারাইনি

মরে গেছি মারিনি,

ছেড়ে গেছো ছাড়িনি

দূরে গেছো ভুলিনি।

যতটা থেকেছো কৃতজ্ঞতা জানাই

তার অধিক রাখার যোগ্যতা যে নাই।

ধূসরতা ভুলে যাক সব আয়োজন 

প্রিয়জন হয় যখন ব্যথার-ই কারণ।

থেমে গেছো থামাইনি

মেনে গেছি মানাইনি,

ভালো থেকো ভালোতে

জড়িয়ে থেকো আলোতে।


__কৃতজ্ঞতা জানাই

__শাকের নাজির

No comments