আমার সোনার বাংলাদেশ।
কবিতার নাম:-বাংলার সমাজ
লেখক:- আবু তালহা
আমার সোনার বাংলাদেশ
তোমার তো সব কিছুই হয়ে গেছে শেষ।
শিক্ষিত অজ্ঞাতে ছেয়ে গেছে এ দেশ
ওহে আমার সোনার বাংলাদেশ।
মূর্খ তাই ভরা এই অসহ্য সমাজ।
রাজনীতি করে ফেলেছে গ্রাস।
নিজের সাধ্যে করে অন্যের জীবন নাশ।
তা দেখে আবার অনেকেই দেয় সাবাস।
নারীরা হয়ে গেছে বেসমাজ।
টাকার উপর এখন সবাই খাই ক্রাশ।
লেখাপড়া করে দিয়েছে বিনাশ।
খাতায় লিখলেই পাস।
গ্রেজুয়েট হয়েও থাকতে হয় উপোস।
সাদা খাতায় কলম ঘুরিয়ে
সমাজে এখন সবাই ইন্টার পাশ।
ভিতরে নাই মনুষ্যত্বের একটু আভাস।
মূর্খ রাই করে এখন এই সমাজে রাজ।
এটাই আমাদের সোনার বাংলার সমাজ।
No comments