Breaking News

কাঁটাতারের বেড়া কবিতা

 কবিতা - কাঁটাতারের বেড়া

রচয়িতা - হামিদুল আলতাফ





কাঁটা তারের বেড়ার ওপারে

ভিন্ন একটা দেশ,

এপারে আছে প্রিয় স্বদেশ

আমার বাংলাদেশে । 


কোটি কোটি বাঙালী মানুষ

দুই দেশেতেই বাস,

কাঁটা তারের বেড়ার দেয়ালে

টেনে ধরেছে রাশ। 


ভাত, মাছ, ডাল, আলুভর্তা 

বাঙালীর প্রিয় খাবার,

রবীন্দ্র, নজরুল, জীবনানন্দ 

দু'দেশেই প্রিয় সবার।


শাড়ি, গরু, প্রসাধনী আরো

অনেক ভোগ্য পন্য,

কাঁটা তারে আটকানো হয়

চুরি ঠেকানোর জন্য।


কিন্তু বাঙালীর মায়ের ভাষায়

শিল্প সাহিত্য কবিতা,

কাঁটা তারের সাধ্য কোথায়

আটকে রাখে সবইতা? 


তাইতো দেখি দুই বাংলার

কবি সাহিত্যিক যত,

দুই পাড়ের সব জায়গাতেই

ঘুরে বেড়ান অবিরত।


নেট দুনিয়ায় মত বিনিময়ে

নেইকো কোন বাঁধা,

সারা দুনিয়ার বাঙালীরা আজ

একই সুত্রে গাঁথা।


সুনীল, রফিক, নির্মলেন্দু গুণ

মহাদেব, শীর্ষেন্দু যত,

তসলীমারাও ইন্টারনেটে আজ

লিখছেন নিজের মত।


হাজার বছর বাঙালী জাতি

একই কৃষ্টিতে ঘেরা,

আটকে তাদের রাখতে পারেকি

কাঁটাতারের ঐ বেড়া ?

সকল তথ্য পেতে ভিজিট করুন 


No comments