Breaking News

কুয়াশা ভেজা শীতের সকাল।

 শিশির ভেজা কুয়াশা 

   মোঃসোহাগ মোল্যা(মইনুল)




কূয়াশায় ঘেরা রাতের শেষে

শিশির ভেজা ভোর,

ক্ষেতের আইলে পা ডুবিয়ে 

হারিয়ে যায় বহু দূর। 


পূর্ব আকাশে সূর্য যখন 

উকি মেলে ওঠে, 

রোদ পোহাই সকলে মিলে 

ওঠানের ছেলম গাছের নিচে।


সূর্য যে দিন উঁকি না দেয় 

কাটায় কূয়াশার ভেতর, 

চাদর মুড়ি দিয়ে যেন 

হারিয়ে যায় বহু দূর। 


খেজুর রসের সুগন্ধিতে 

পায়েশের স্বাদ মিটে।

একবার খেলে আবার 

পিঠার স্বাদ জাগে!


শীতার্ত কুঞ্জবনে পাখিগুলো

মেতেছে খেজুর রস পানে,

বুলবুলি, পাপিয়া গাইছে গান 

শিমুল ফুলের গাছে।


শিশিরে ভিজে দেহ খানা 

ঠান্ডায় জমাট বেঁধেছে,

দেহ খানা গরম করতে 

খড়ের আগুন জ্বালি।


আগুনের চতুর পাশে 

উল্লাসে মেতেছে সবে,

পৌষের সকালে 

হিম হিম শীতল প্রকৃতির সনে।

No comments