সংসার সুখের হয় রমণীর গুণে
সংসার সুখের হয় রমণীর গুণে
গুণবান পতি যদি থাকে তার সনে,
সুখী যদি হতে চাও
জগৎ সংসারে,
সুজনকে বেছে নিও
ঠাঁই দিও মনে।
ভালোবাসার সন্ধিতে
আদান- প্রদান
প্রসারিত- হৃদয়ঙ্গম
আকাশ সমান!
লোভ ও লালসাকে
ঠাঁই দিও না মনে,
দানবের তিরস্কার
মনুষ্যর ভুবনে,,
দুইজনে কর্তাগিন্নি
যখন-
দুই আত্মা এক আত্মায়- সমর্পণ,
দুজনে মন উজাড়ী
জীবন - যাপন,,
এর নাম - সংসার।
দুইজনে মিলে হয় = সংসার,
সৃষ্টিকূল মিলে= পুরো জগৎ সংসার।
সাবিহা মোস্তফা ~
No comments