আমার আমিকে হারিয়ে ফেলেছি কোথাও পাইনা খোঁজে।
কবিতাঃ- কথা দিলাম
সঞ্জয় কুমার পাল
আমার আমিকে হারিয়ে ফেলেছি
কোথাও পাইনা খোঁজে,
প্রতিদিন যে আমি পথ চলতাম
পা ফেলতাম বুঝে বুঝে ।
সবকিছু এখন কালের স্রোতে
একে একে যাচ্ছে ভেসে,
তার মাঝেও ব্যথা বুকে নিয়ে
অনায়াসে যাই হেসে।
পথে পথে দেখি কাটা বিছানো
বড় কষ্ট হয় যেতে মাড়িয়ে,
পথ পিছলালে আগের মতো কেউ
ধরতে আসে না হাত বাড়িয়ে।
যতোই সময় যাচ্ছে গড়িয়ে
অনুভূতিরা হচ্ছে ভোঁতা,
আগের মতো পাইনা সুজন
পাইনা বোদ্ধা শ্রোতা।
আমার আমিটা কোথায় হারালো!
আগে ছিলাম বেশ ভালো,
যতোই দিন যাচ্ছে সম্মূখে এগিয়ে
চোখে দেখি সব কালো।
আমার সাথে অনেকেরই এখন
মনের হয়না মিল,
অনেকেই এখন অবহেলা দেখায়
এঁটে দেয় মনের খিল।
এসব নিয়ে আর ভাবি না আমি
খুঁজে যাচ্ছি শুধু আমাকে,
খুশি করবো খোঁজে পেলে আমাকে
কথা দিলাম আমি সবাইকে।
No comments