চারিদিকে শুধু তোমার স্মৃতি নেই শুধু তুমি কাছে।
জীবনের প্রতি অভিযোগ আছে?
চারিদিকে শুধু কষ্ট আর কষ্ট!
অসহ্য মনে হচ্ছে পৃথিবীটাকে!
একবার শুধু হাসপাতালের বারান্দায় গিয়ে দাঁড়াও
দেখো, কতজন সেখানে বাঁচার জন্য লড়ছে!
নিজের প্রতি ত্যক্ত-বিরক্ত
সামাজিক এবং মানসিক চাপে তুমি পিষ্ট
নির্দোষী হয়েও দোষের ভার বয়ে বেড়াও?
একবার হাজতখানায় গিয়ে খোঁজ নাও
কত নির্দোষ সেখানে গুমরে গুমরে মরছে!
যা আছো, ভালো আছো
এখান থেকেই উঠে দাঁড়াও
পৃথিবী তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে!
তুমি হাসলেই, পৃথিবী হাসবে
কারণ, পৃথিবী শুধু বিজয়ীর হাত ধরছে!
জেগে উঠো, উঠে দাঁড়াও
( স্নেহাশীষ )
No comments