Breaking News

কাউকে খুব বেশি মিস করে।

 বিচ্ছেদ মানে




কাউকে খুব বেশি মিস করেও

আপনি তাকে বলতে পারবেন না,

"তোমাকে ভীষণ মিস করছি"।


বিচ্ছেদ মানে;

বারবার মেসেজ দিতে গিয়েও

এই মনে করে থেমে যাওয়া,

মানুষটা আর আপনার নেই।


বিচ্ছেদ মানে;

এক মুহূর্তও থাকতে না পারা 

মানুষটাকে ছাড়া,

বছরের পর বছর কাটিয়ে দেওয়া।


বিচ্ছেদ মানে;

হারিয়ে ফেলা অধিকার। 

অধিকার খাটিয়ে বলতে না পারা,

"তুমি একান্তই আমার"।


বিচ্ছেদ মানে;

ভালোবাসার প্রস্থান।

প্রেমিকের আগে জুড়ে বসা

"প্রাক্তন ডাকনাম"।


            || বিচ্ছেদ ||

সানজিদা রহমান আইরিন

No comments