Breaking News

ভালো বুঝি বেসেছিলে, তাই তুমি এসেছিলে ?

 ছড়া - 'ল' একার 'লে'

রচনা - হামিদুল আলতাফ 






ভালো বুঝি বেসেছিলে,

তাই তুমি এসেছিলে ? 


জাঁকিয়ে বসেছিলে,

কুঁয়াশায় ঢেকেছিলে।


শিশিরে ভিজিয়েছিলে,

পিঠাপুলি খাইয়েছিলে।


গরম পোষাক পড়িয়েছিলে,

উষ্ণ জলে নাইয়েছিলে।


সর্দিজ্বর এনেছিলে,

নিউমোনিয়া হেনেছিলে।


আগুন পোহায়েছিলে,

ক'জন পুড়ে মেরেছিলে।


শীত তুমি এসেছিলে,

শীত তুমি যাচ্ছো চলে ?


LGED Exam -2023

Click here

No comments