বাংলা আমার মাতৃভাষা, বাংলা জন্মভূমি।
কবিতা: বাংলা ভাষা
কলমে: নবনীতা
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা জন্মভূমি।
বাংলা আমার জীবন মরণ,
বাংলা বঙ্গভূমি।
বাংলা মোদের রক্তে মেশা,
বাংলাতেই গাই গান।
বাংলায় মোরা মাকে ডাকি,
বাংলাই মোদের প্রাণ।
বাংলায় মোরা কবিতা লিখি,
বাংলা বিশ্বসেরা।
ভাষার জন্য দিয়েছে প্রাণ,
গর্বিত জাতি মোরা।
বাংলায় মোদের বীরের রক্ত,
জাগায় মনে আশা।
বিশ্বমাঝে ধন্য অমর,
আমাদের এই বাংলা ভাষা।।
No comments