Breaking News

আমাকে অনেকেই চেয়েছে কিন্তু! যাকে আমি চেয়েছি ।

 




আমাকে অনেকেই চেয়েছে 

কিন্তু! যাকে আমি চেয়েছি

শুধু সে-ই আমায় চায়নি;


আমাকে অনেকেই একটি কুয়াশাময় সকাল উপহার দিতে চেয়েছে

কিন্তু! আমি যার থেকে একটি কুয়াশাময় সকাল উপহার পেতে চেয়েছি

শুধু সে-ই আমায় একটি কুয়াশাময় সকাল উপহার দিতে পারেনি;


আমাকে অনেকেই একটি পরন্ত বিকেল উপহার দিতে চেয়েছে

কিন্তু! আমি যার থেকে একটি পরন্ত বিকেল উপহার পেতে চেয়েছি

শুধু সে-ই আমায় একটি পরন্ত বিকেল উপহার দিতে পারেনি;


আমাকে অনেকেই একটি সন্ধ্যা উপহার দিতে চেয়েছে

কিন্তু! আমি যার থেকে একটি সন্ধ্যা উপহার পেতে চেয়েছি

শুধু সে-ই আমায় একটি সন্ধ্যা উপহার দিতে পারেনি;


আমাকে অনেকই একটি গল্প করতে করতে ভোর হয়ে যাওয়া রাত উপহার দিতে চেয়েছে

কিন্তু! আমি যার থেকে একটি গল্প করতে করতে ভোর হয়ে যাওয়া রাত উপহার পেতে চেয়েছি

শুধু সে-ই আমায় এমন একটি রাত উপহার দিতে পারেনি;


আমাকে অনেকেই ভালোবেসেছে

কিন্তু! যাকে আমি ভালোবেসেছি

শুধু সে-ই আমায় ভালোবাসেনি;


আমাকে অনেকেই আগলে রেখেছে

কিন্তু! যাকে আমি আগলে রেখেছি

শুধু সে-ই আমায় আগলে রাখেনি; 


আমাকে অনেকেই গুরুত্ব দিয়েছে

কিন্তু! যাকে আমি গুরুত্ব দিয়েছি

শুধু সে-ই আমায় গুরুত্ব দেয়নি;


আমাকে অনেকেই সম্মান করেছে

কিন্তু! যাকে আমি সম্মান করেছি

শুধু সে-ই আমায় সম্মান করেনি;


আমাকে অনেকেই মিস করে

কিন্তু! যাকে আমি মিস করি

শুধু সে-ই আমায় মিস করেনা;


"আমাকে অনেকেই..."


কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh

No comments