Breaking News

কপোতি প্রতীক্ষায় রহে কপোতের তরে নিশি জেগে আশায় বসে হৃদয়মন ভরে ।

 কপোত কপোতি

কলমে:- বাদল চৌধুরী





কপোতি প্রতীক্ষায় রহে কপোতের তরে

নিশি জেগে আশায় বসে হৃদয়মন ভরে

এই বুঝি এলো পাশে স্মরে অনুভবে

উষ্ণ নিশ্বাস ছোঁয়ায় হৃদয় জাগে খবে।


তন্দ্রায় ভেসে ওঠে কপোতের শ্রীমুখ

আশা নিরাশার  মাঝে মুছে যায়  দুখ,

কপোল বেয়ে চলে নোনা স্রোতধারা

স্বপ্নলোকে কপোত ছবি মনে দেয় নাড়া।


এপাশ ওপাশ করেও নেই চোখে ঘুম

সজ্জা ছেড়ে উঠে বসে আশায় নিঝুম

নেই কুল নেই কিনারা শুধুই থৈ থৈ

নীলিমা ভেদে দিগন্তেও নেই হৈ চৈ।


ঝোপঝাড়ে নিশি পোকার নেই ঝিঁঝিঁ গান

চারিদিক শুধুই নীরব নিঝুম সবই সুনসান

দেয়াল পাশে বিড়াল ছানার নেই মিউ মিউ

ঘরের কোণে ন্যাংটি ইঁদুর করেনা নিউ চিউ।


মাঝ রাত পেরিয়ে যবে আঁধার ঘনঘটা

হঠাৎ খিড়কি ঘেঁষে সরে দ্রুত মানবছটা

কপাট খুলে কেবা প্রবেশীলো তব গৃহমাঝে

হকচকিয়ে কপোত মুখ লুকালো মৃদুলাজে।


ফিসফিসিয়ে কপোত খোঁজে কোপতি তুমি কৈ

কোপতি বলে ছুঁয়ো আমায় পাশেই আছি এই

কপোতিও স্মরম পেলো কপোতের আগমনে

প্রতীক্ষার আসান হলো উভয়ের সু'দর্শনে।

No comments