Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পাচ্ছে ই-মেইল আইডি।

 জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পাচ্ছে ই-মেইল আইডি। 





দেশের মোট ২ হাজার ২৪২টি কলেজে  জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যানরত ৩৫ লাখ শিক্ষার্থী ইউনিক জিমেইল আইডি পাচ্ছে। এই জিমেইল আইডি শিক্ষার্থীদের কি কাজে লাগবে এখন বিস্তারিত জানাবো। 


ইউনিক জিমেইল আইডি কী?


ইউনিক বলতে  ব্রান্ড বোঝানো হয়। তবে অনলাইনে ইউনিক জিমেইল আইডি বলতে আনলিমিটেড স্টোরেজ কে বোঝানো হয়েছে। প্রত্যেকটি জিমেইলের একটি নির্দিষ্ট স্টোরেজ থাকে এরপরের স্পেসটি প্রয়োজন হলে জিমেইল এর কাছ থেকে ক্রয় করে নিতে হয়।এই জিমেইল আইডিতে আনলিমিটেড স্টোরেজ থাকবে তাই জিমেইল এর কাছ থেকে কোন স্পেস ক্রয় করে নিতে হবে না। এক কোথায় বলতে গেলে যত ডকুমেন্ট রয়েছে এই gmail এর মাধ্যমে সংরক্ষণ করতে পারবে।


শিক্ষার্থীদের এই জিমেইল আইডি কী কী কাজে লাগতে পারে? 


এই জিমেইল আইডিতে যেহেতু কোন স্টোরেজ কিনে নিতে হবে না। তাই শিক্ষার্থীরা অনায়াসে এই জিমেইল আইডিতে যেকোন ডকুমেন্ট রাখতে পারবে।জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এই জিমেইল শিক্ষার্থীদের দিচ্ছে তবে এই জিমেইলটিকে শুধু শিক্ষা কাজের জন্যই ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা চাইলেই এই জিমেইল এর মাধ্যমে বিভিন্ন পিডিএফ ফাইল সংরক্ষণ করে রাখতে পারবে। প্রয়োজন অনুসারে সেই পিডিএফ ফাইল রিকোভার করতে হবে।



শিক্ষার্থীরা আসলেই কি এই জিমেইল আইডি দিয়ে উপকৃত হবে? 



এই জিমেইল আইডি দিয়ে আসলেই শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। তাদের কোন স্টোরেস কিনে নিতে হচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিদেশের শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিভাবে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করবে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে তাই এই জিমেইল আইডিটি শিক্ষার্থীদের শিক্ষামূলক কাজেই ব্যবহারিত হবে।





No comments