ভালোবাসি প্রিয় তোমাকে ভালোবাসি প্রিয় বেসে যাব।
কে বলেছে তোমাকে ভালবেসে কিছুই পাইনি?
এই যে এত অস্থিরতা, এত একাকিত্ব,সেকেন্ডে সেকেন্ডে দীর্ঘশ্বাস -এসবই তো তোমারই কারণে।
তোমাকে ভালবেসে আমার প্রাপ্তির খাতা শূন্য এটা ডাহা মিথ্যা কথা।
তোমাকে ভালবেসে পেয়েছি হাজার বছরের বিরহ নিয়ে বেঁচে থাকার শক্তি।
তোমাকে বিশ্বাস করে ঠকেছি এটা যারা বলে,তারা ভুলই বলে বৈকি!
তুমি বিশ্বাস ভেঙ্গে না দিলে যে আমি জানতামই না, পৃথিবীতে কাউকে অন্ধের মত বিশ্বাস করতে নেই।
মানুষকে ঘৃণা করতে পারা,এ তো তোমার থেকেই দিব্যি শিখে নিয়েছি।
এখন কাউকে বিশ্বাস করার আগে শতবার ভেবে নেই।
এই যে এত চতুরতা;এইসব তো তোমার থেকেই শিখেছি।
তোমার শূন্যতা অনুভব করতে গিয়ে আমি ভালবাসতে শিখেছি নিঃসঙ্গ চাঁদকে, ভালবাসতে শিখেছি মেঘকে।
সন্ধ্যা নামলেই যে পাখিটা সঙ্গী হারিয়ে নীড়ে ফেরার পথ ভুলে আকাশে উড়তে থাকে, সেই আহত পাখিটার ব্যথা অনুভব করতে শিখেছি।
তোমাকে ভালবেসে হয় তো তোমাকে পাওয়া হয়নি ঠিকই, কিন্তু এই যে তোমাকে না পাওয়ার যন্ত্রণায়, তোমাকে একটু স্পর্শ করার বাসনায়, অপেক্ষায় আর অবহেলায় পড়ে থেকে থেকে মানসিক ভাবে খুন হওয়ার পরও নিঃশ্বাস নিতে পারছি,এটাকে কি বেঁচে থাকা বলে না?
তোমার ঘন নিঃশ্বাস, চুলের গন্ধ, কিংবা ঠোঁটের কোণে মুঁচকি হাসি আগের মত আর আমাকে মাতাল করতে পারে না এখন,যতটা মাতাল হই আকাশের জোছনা মাখা চাঁদ দেখে, বৃষ্টির রিমঝিম শব্দ শুনে।
তোমার বিরহে রাত জাগতে জাগতে এখন আমি রাতের প্রেমে হাবুডুবু খাই,রাতের জোনাকিরা আমাকে প্রেমপত্র বিলায়!
আর তাই তোমার থেকে নির্ঘুম রাতকেই এখন ভীষণ ভালবাসি।
তোমাকে হারিয়ে, তোমার বিশ্বাসঘা*তকতার শিকার হয়ে নিজেকে ভালবাসতে শিখেছি,
শিখেছি প্রকৃতির মাঝে ভালবাসা বিলিয়ে দিতে,
বার বার মরে গিয়েও বেঁচে থাকা তো তুমিই শিখিয়েছ।
কে বলে তোমাকে ভালবেসে আমি কিছুই পাইনি?
No comments