১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন ডে (ভালোবাসা দিবস)
ফেব্রুয়ারি মানে সবার মনে এক অন্য রকম রহস্য। সবার যেন ইচ্ছে হয় শীতকে বিদায় দিয়ে নতুন মাসে বসন্তেকে বরণ করে নেই। তাইতো এক পলকে তাকিয়ে থাকে হাজারো মানুষ বসন্তকে বরণ করে নিতে। বসন্ত মানে হাজারো ফুলের সমারোহ। নানা রকম ফুলের সুবাসিত বাতাসে এক অন্য রকম বসন্তের আবির্ভাব ঘটে বাংলার বুকে।
ফেব্রুয়ারি শুরুর দিক থেকে নানা দিবসের সূচনা ঘটে তবে আমরা কেউ জানি না।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে দিবসটি আসে তা আমরা অনেকে জানি না চলুন আজকে যেনে নেওয়া যাক। সপ্তাহের শুরুতে রোজ ডে দিয়ে শুরু হয়। আমরা অনেকে জানি না রোজ ডে কবে রোজ ডে হচ্ছে ৭ ফেব্রুয়ারি। যাকে আমরা বাংলায় গোলাপ ডে হিসেবে জানি।
এর পরের সপ্তাহের শুরুর দিনে যে দিবসের আবির্ভাব ঘটে তা হয়তো অনেকে জানি না।
পরের সপ্তাহের শুরুর দিন ৮ ফেব্রুয়ারি দিনটিকে প্রপোজ ডে হিসেবে মানা হয়।
এর পরের দিন ৯ তারিখে যে দিবসটি পালন করা হয় তা অনেক মেয়েদের জন্য একটি মহান দিবস কারণ হিসেবে বলা যায়। এই দিবসটি হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না। এই দিবসটির নাম হচ্ছে চকলেট ডে।
দিন যতো যাচ্ছে সবার কাছে প্রিয় দিবসটা যেন হাত ছানি দিচ্ছে। যাই হোক এর পরের সপ্তাহে যে দিবসটি তা হচ্ছে টেডি দিবস এই দিবসটি পালিত হয় ১০
ফেব্রুয়ারি।
কথায় আছে কথা দিয়ে কথা রাখলা না। সিনেমায় এমন ডায়লগের কাছে সবাই পরিচিত। কথা দিয়ে কথা রাখা যা ইংরেজিতে প্রমিস নামে পরিচিত। আর এমন একটি দিবস থাকবে না তা কী করে হয়।
তাইতো ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে হিসেবে পালিত হয়।
ভালোবাসার আলিঙ্গন, ভালো থেকো প্রিয় যাচ্ছি ফিরে এসে দেখা হবে। এরকম রোমান্টিক দৃশ্য সবার কাছে পরিচিত। তাইতো এর পরিচিয় টেকিয়ে রাখতে ১২ ফেব্রুয়ারি কিস ডে হিসাবে পালন করা হয়।
অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হয়েছে। কী করবেন নিশ্চয়ই বুকে টেনে নিয়ে হাগ করবেন। এই দৃশ্যকে হাজার বছর যুগ যুগ বাঁছিয়ে রাখতে পালন করা হয় হাগ দিবস। ১৩ ফেব্রুয়ারি পালন করা হয় এই আলিঙ্গন দিবস।
অবশেষে এই মাসের সবার প্রিয় যে দিবসের সূচনা ঘটে তা হয়তো সবার জানা। ১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন ডে। সবার ভালোবাসা এবং রক্তের বন্ধনগুলো পূর্ণতা পাক।
No comments