Breaking News

বুধবারর HSC রেজাল্ট প্রকাশিত হবে। HSC Result Published 2023.

  HSC Result Published 2023



বুধবারে H.S.C রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। ৮ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি রেজাল্ট এর সারসংক্ষেপ তুলে দিবেন।এর পর দুপুর ১২টার পর থেকে সবাই রেজাল্ট জানতে পারবেন এসএমএস অথবা অনলাইনের মাধ্যমে। 

এবারে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১২ লক্ষ। 

আগামীকাল বুধবার সকল বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে রেজাল্ট এর রেপিলিকা প্রকাশ করবে। এর পর মন্ত্রী কিছু বক্তব্য রেখে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশ করা হবে।



শিক্ষার্থীরা রেজাল্ট দেখবে কীভাবে? 


মোবাইলে এসএমএস অপশনে যেতে হবে এরপর HSC লিখে স্পেস দিতে হবে বোর্ডের নামের তিনটি লেটার লিখে স্পেস দিতে হবে এরপর রোল নাম্বার লিখে স্পেস দিতে হবে তারপর ২০২২ লিখে ১৬২২২নাম্বারর পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএস মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে। 


উদাহরণ হিসেবেঃHSC DlN 123457 2022 send to 16222


এছাড়া বোর্ড থেকে জানা গেছে একই সাথে তাদের ওয়েবসাইট থেকে রেজাল্ট জানা যাবে।



No comments