Breaking News

আন্‌মনে জল নিতে - কাজী নজরুল ইসলাম




আন্‌মনে জল নিতে ভাসিল গাগরী

সাঁতার জানি না, আনি কলস করি।


জানি না বলিব কি, শুধাবে নন্দী

কাহার কথা ভাবে পোড়া মন নিরবধি

গাগরি না ভাসিয়া ভাসিতাম আমি যদি-

কি বলিব কেন মোর ভিজিল গো ঘাগরি


পালা কুলবধূ, পথ বিজন, বাঁকে

কলিল বৌ-কথা-কও কেন হলুদ চাঁপার শাখে

সদস্য শ্যাম আমার, পড়ল মনে সেই ডাকে

ঠাঁই দেব যমুনে বুকে, আমিও ডুবিয়া মরি।

No comments