Breaking News

অনেক ছিল বলার কাজী নজরুল ইসলাম.

অনেক ছিল বলার 

কাজী নজরুল ইসলাম




অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে

পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে

আজকে মহাসাগর স্রোতে চলেছি দূর পারের পথে

ঝরা পাতা হারায় যথা, সেই আঁধারে ভাসতে

যাই সেই আঁধারে ভাসতে।


গহন রাতি ডাকে আমায়, এসে তুমি আজকে

কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাঁঝকে

আসতে যদি হে অতিথি, ছিল যখন শুক্লা তিথি

ফুটতো চাঁপা, সেদিন যদি চৈতালী চাঁদ হাসতে।

No comments