Breaking News

আগামী ২০ বছর পর টাইটেনিকের কোন চিহ্ন থাকবে না।



 টাইটেনিক সম্পর্কে জানে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। টাইটেনিক শব্দটি সবার মনে একটি আতঙ্কিত নাম। পৃথিবীর সবচেয়ে বড় এই জাহাজটি নিয়ে গর্ব করে বলা হয়েছিল জাহাজটি আজীবন পানিতে ডুবে যাবে না 


কিন্তু প্রথম যাত্রা পথে বরফ খন্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়।তখন থেকে এর জল্পনা-কল্পনার কোন শেষ নেই। একে নিয়ে গবেষণার যেন কোন শেষ নেই।


ত্রিমাত্রিক স্ক্যানিংয়ের মাধ্যমে সর্বশেষ কয়েক হাজার ছবি তুলা হয়।এই সবগুলো ছবি মিলে একটি ছবির পূর্ণতা দেওয়া হয়। টাইটেনিক সমুদ্রপৃষ্ঠ হতে ১৩ হাজার ১২৩ ফুট গভীরে অবস্থান করে।


আগামী ২০ বছর পর টাইটেনিকের কোন চিহ্ন থাকবে না। টাইটেনিকের লোহাগুলো এক ধরনের বেকটেরিয়া খেয়ে ফেলছে।

তাই তারা ধারনা করেছে আগামী ২০ বছর পর এর কোন চিহ্ন থাকবে না।



এদিকে টাইটেনিককে নিয়ে ঘটে যাওয়া হাজারো ঘটনা মানুষের মনে ইতিহাস হয়ে থাকবে। 


কাজি নজরুল ইসলামের কবিতা 

উম্মত আমি গুনাহগার, উমর ফারুক,ঈদ মোবারক



৪৫ বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান।





No comments