Breaking News

Whatsapp এ একটি বিশাল পরিবর্তন আনা হয়েছে।

 



বর্তমান সময়ে Whatsapp এ নতুন নতুন ফিচার নিয়ে আসছে। মার্ক জাকারবার্গের একটি ফেসবুক পোস্টে দেখা যায়।তিনি নতুন এই ফিচারকে নিয়ে একটি ইমজি দিয়ে পোস্ট করে। তার এই কাজকে অনেক যুবক সাধুবাদ জানিয়েছেন। 


কী পরিবর্তন আনা হয়েছে? 


Whatsapp এ অবাক করা যে পরিবর্তন টি আনা হয়েছে। সেটি হচ্ছে ভূল করে তুমি তোমার বন্ধুকে ভূল একটি এসএমএস দিয়েছেন। সাথে সাথে কপালে হাত দিয়ে হয়তো বলে উঠেন কী করলাম  কারণ সেই এসএমএস টি ইডিট করার মতো কোন অপশন রাখা হয়নি। 

সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি হয়তো একটি টেকনিক অবলম্বন করেতে পরো।তোমার বন্ধু সেই এসএমএস টি দেখার আগে তুমি রিমুভ করে দিতে পার। 

সেই সমস্যা থেকে মুক্তি পেতে মাক জাকারবার্গ এর পরিবর্তন নিয়ে এসেছে।এখন থেকে ভূল করে কাউকে এসএমএস পাঠালে সাথে সাথে পরিবর্তন করতে পারবেন। 

মার্ক জাকারবার্গ তার ফেসবুক পোস্টে এই সমস্যার সমাধানের জন্য হয়েছে একটি মজার পোস্ট করে।



সকল চাকরির প্রস্তুতি নিতে আমদের সাথে থাকুন।

আমাদের Whatsapp গ্রুফে জয়েন করুন।

JOIN NOW


আজকের প্রস্তুতি পরিক্ষা দিন।


Click here



No comments