রবি তোমার সূর্য তাপে - আমায় করো দগ্ধ,
আত্নশ্রুদ্ধি
নাফিসা নাজনীন
রবি তোমার সূর্য তাপে
আমায় করো দগ্ধ,
অন্তরে মোর গড়েছে হিমালয়
অহংকার ,বিদ্বেষ আর হিংসত্ব ৷
তোমার রক্তিম কিরণে কিরণে
আমাকে করাও স্নান
ঘুচাও মনের কালিমা
অন্তর ধুয়ে মুছে করো ম্লান ৷
বৃষ্টি তোমার বারিধারায়
আমায় করো শুভ্র,
মনে মোর কষ্ট জমা
আত্ন স্বার্থের তরে ক্রুদ্ধ ৷
তোমার রুপোর স্রোত ধারায়
আমাকে করাও স্নান
ঘুচাও মনের ক্রুদ্ধতা
মনকে দাও পরিত্রাণ ৷
আকাশ তোমার বিশালত্বে
আমায় করো বদ্ধ
হৃদয় আমার নেহাত ক্ষদ্র
গড়া প্রেমহীন,মায়া ,হীন উদারত্ব৷
তোমার বিশাল উদারত্বের মাঝে
আমাকে করাও স্নান
ঘুচাও মনের সংকীর্ণতা
মনকে প্রশস্ততা করো দান৷
আলো তোমার আলো দিয়ে
করো আমায় আলোকিত
তাড়াও মনের কার্পন্যতা
জ্বালো আলোক দীপ শত শত৷
শুদ্ধ মনে অন্যের তরে যদি পারো
উৎসর্গ করতে আপনারে
তবে তুমিই হবে শ্রেষ্ঠ মহতী
এই অবনীতলে৷
No comments