Breaking News

উড়ে গেল উড়ে গেল লাটাই ছেড়ে ঘুড়ি।

 "জীবন ঘুড়ি"

   প্রবীর মুখার্জী



উড়ে গেল উড়ে গেল

লাটাই ছেড়ে ঘুড়ি,

আর পাবেনা ফিরে তাকে

যতই টান দড়ি।


সুতো ছাড়ার আগে যদি

ছাড়তে হিসেব করে,

হিসেব করে ছাড়লে ঘুড়ি

তোমায় যেতনা ছেড়ে।


ছিঁড়ে গিয়ে পড়বে ঘুড়ি

হয়তো কারো চালে,

নয়তো পেয়ে ছিড়বে তাকে  

কোনো দামাল ছেলে।


জীবন সুতো ছাড়ার আগে

হিসাব করে ছাড়ো,

ছাড়ার আগে শক্ত করে 

লাটাই হাতে ধরো।।





    

         

No comments