Breaking News

তোমার রঙে রঙিন হব নূরউদিন হামির

 তোমার রঙে রঙিন হব

নূরউদিন হামির


কত আদর করে তুমি সৃষ্টি করেছ আমায়,
তবুও আমি ভুলে যাই গো প্রভু তোমায় !
তুমি দিয়েছ গো মালিক আমায় অনুভব-অনুভূতি,
তুমি দিয়েছ গো খোদা আমার চলার গতি!
কিভাবে ডাকব গো তোমায় গাইব তোমার স্তুতি,
কিভাবে করি গো প্রভু বলো তোমার আরতি ?!
তুমি-ত বুঝ প্রভু আছে যত মনের বেদনা,
দূর করে দাও আছে যত দুঃখ ও যাতনা।
দুনিয়ার মোহে পরে হয়েছি গো আমি অন্ধ,
নেশায় হয়েছি মাতাল কান হয়েছে মোর বন্ধ!
ফোটেনি কোন পুষ্প সুবাসিত করেনি মোর নিকুঞ্জ,
হৃদয় আকাশে উঠেনি চাঁদ মিটমিট করে নি তারকাপুঞ্জ!
হে প্রভু আমি তোমার রঙে রঙিন হব,
যত আছে মোর প্রেম ভালোবাসা তোমায় দেব।
দূর করো প্রভু মনে আছে যত যন্ত্রণা,
আমি দিবানিশি করি তোমার নিকট এই প্রার্থনা।


No comments