কবিতা - মানুষের জন্যই ধর্ম
কবিতা - মানুষের জন্যই ধর্ম
রচনায় - হামিদুল আলতাফ
ফিলিস্তিনি আর ইসরাইলিদের
বিবাদটা বহু পূরানো,
সারা বিশ্বের ঐ বড় সমস্যাটা
মিটলোনা কোনদিনও।
মুসলিম আর ইহুদিদের আছে
আলাদা দুইটি দেশ,
রেষারেষি ছিলো তবু মানুষের
সহাবস্থান ছিলো বেশ।
হঠাৎ হামাস কোত্থেকে এসে
মৌচাকে দিলো ঢিল,
হাজার দেড়েক মানুষ মারলো
যেন শকুন চিল?
মরলো যে মানুষ তাদের মধ্যে
নারী ও শিশুই বেশী,
যেন মানুষ মরেনি, ইহুদী মরেছে
মুসলিমরা তাই খুশী।
ঢিল খাওয়া মাছি ইসরাইলি সেনা
মারছে হাজার হাজার,
গাঁজা উপত্যকায় লাশের মিছিল
নারী শিশু নির্বিচার!
তাই দেখে শুনে অমুসলিম ভাবে
হয়েছে তেমন কি?
যেন মানুষ মরেনি মরেছে মুসলিম,
দুনিয়ার কি ক্ষতি?
মানুষের জন্য ধর্ম এসেছে
সেকথা মানে ক'জন,
ধর্মের তরে মানুষ হয় বলি
দেখেও দেখেনা সুজন !
No comments