সময় ফুরিয়ে যায় অগোচরে বিষন্নতায় ছেয়ে যায় জীবন,
সময় ফুরিয়ে যায় অগোচরে
বিষন্নতায় ছেয়ে যায় জীবন,
অগোছালো মন আমায় ভাবায়
মরণ তো আর দূরে নাই,
এইবার তো এসো ফিরে
রবের কিনারায়।
অতীত বর্তমান সব ভুলে
ওহে মন তুমি হারিয়ে যাও
রবের দ্বারে।
এ জীবন বড় ক্ষুদ্রতায় পূর্ণ
তুমি করো যত আছে অহমিকা ক্ষুণ্ন
ঘুমিয়ে থেকো না আর
এই মায়ার ধারায়,
জেগে উঠো চোখ খোলো
ভোরের আশায়...
(লেখিকা -সুবহানিয়া জান্নাত)
No comments