শহরের গা থেকে প্রাচীন প্রলেস্তারা খসে পড়েছিল।
শহরের গা থেকে প্রাচীন প্রলেস্তারা খসে পড়েছিল।
তখন তাদের মাটি কামড়ে ভালোবেসেছি,
গাঙশালিক হয়ে ঘুরে বেড়িয়েছি-
তাদের মৃত লাশে পুষ্টি সঞ্চার করার তাগিদে।
আমি ভুলে গিয়েছিলাম-
মানুষ উদ্দেশ্য ছাড়া ভালোবাসে না।
তাই নিজেকে বন্দী করেছি দৈর্ঘ্য প্রস্থ
মেপে স্বার্থের ব্যাসার্ধে।
নিজের মুখে আটকে দিয়েছি
আত্মঘাতী শব্দের বালিয়াড়ি।
যদি সেইদিন তুমি একচিলতে
বারান্দার কোনে না আসতে,
হঠাৎ জড়িয়ে ধরে ভালো না বাসতে।
তাহলে,হয়তো কৃষ্ণগহবরে ঝাঁপ দিতাম।
আকাশের রেনু নক্ষত্রের ভিড়ে আমিও হারিয়ে যেতাম।
তুমি আমাকে নিঃসঙ্গ রাতের চাঁদ হয়ে বাঁচতে শিখিয়েছো।
No comments