Breaking News

অপরকে পোড়ানো,

 



অপরকে পোড়ানো,

কষ্ট দেওয়া তো ---
চিতার কাষ্ঠের কর্ম,
হোক সে মরদেহ কিংবা-
জীবন্ত বিধবাদেহ নতুবা মন!
আমি কেন জীবদ্দশায়-
চিতার অগ্নি হবো?
আমি হবো শুভ্র কাফনে,
শান্ত চিত্তে যতনে শোয়ানো শব।
আতর গোলাপে সুবাসিত হবে
চারিপাশ আর---
লোকে বলবে,
মরেছে এক মনুষ্য সন্তান।
জিয়ন্তে মরা মানুষদের
পোড়াতে উচ্ছসিত মানবকূল হে!
হুশিয়ার! সাবধান!
যেতে হবে মাটির গহীনে,
পোকা মাকড়ের ঘরে।
কিংবা চিতায় পুড়বে তোমার
সাধের দেহ আর সাথে অহংকার।
✍️জোবাইদা জেবা

No comments