Breaking News

একদিন চলে যাবো একাকী

 


কবিতা - একদিন চলে যাবো

রচয়িতা - হামিদুল আলতাফ 


একদিন চলে যাবো একাকী

অচেনা কোন দেশে, 

রাজা, মন্ত্রী, কবিও রবোনা

যাবো সাধারণ বেশে! 


অনেক দূরের যাত্রী হলেও

ভাড়ার চিন্তা নাই,

বিনা পয়সার রিটার্ন টিকেট

সঙ্গে থাকে সদাই ! 


ফেস বুকের বন্ধুরা অনেক

সাহিত্য গ্রুপেও কত,

কেউ জানবেনা, বলার মত

সময় হবেনা অত ! 


কি কাজে যাবো, কোন প্রবাসে

কিছুইতো জানা নাই।

শুনেছি অনেক এর ওর কাছে

কেউ চোখে দেখে নাই। 


তবুতো এখন যেতেই হবে যে

টিকেটের মেয়াদ শেষ, 

হরিষে বিষাদে পৌনে শতবর্ষ

কাটিয়েছি এখানে বেশ ! 


বিদায় বন্ধুরা যে যেথায় আছো

ক্ষমা করে দিও মোরে,

যখন তখন যাবো যে এবার

চির জনমের তরে !

No comments