Breaking News

তোমাকে দেখার শেষ প্রদীপ'টিও নিভু নিভু

 



তোমাকে দেখার শেষ

প্রদীপ'টিও নিভু নিভু

দ্বিপ্রহর রজনীর নীরবতা ভেঙে 

কুয়াশার চাঁদর জড়িয়ে,

কতদিন এসে দাড়িয়েছো

অভিপ্রায়ের আনতশিরে।


তোমার শিশির ভেজা হাতের স্পর্শে 

যখনি আঁতকে উঠেছি উষ্ণতায়,

সম্বিত ফিরতেই সব শূন্য 

কেবল তোমার পদচিহ্নের

নিথর শব্দহীনতা। 


অনির্ধারিত প্রান্তিক মন আকাশে

উত্থান-পতন? সে-তো নিষ্প্রয়োজন 

ক্ষয়িষ্ণু হৃদয়ে আবার প্রদীপ 

জ্বালে নতুন করে

অপেক্ষার অগ্নিশিখা!


এই যে দারুণ জীবন জুয়া

জুয়াড়ি হৃদয় অতলস্পর্শ 

অনয়াসলভ্য সবই আঁটে;

ভালোবাসা ঘৃণা উপেক্ষা অবজ্ঞা

তবুও অপেক্ষা অবিরত!


অপেক্ষা

ফারিয়া রাহমান

No comments