কপাল চিরে মৃত্যু যখন- উতলা হয়ে আসে।
জন্মান্তর
কপাল চিরে মৃত্যু যখন-উতলা হয়ে আসে।
চুমুর জোরে-কে বা এমন আমায় ভালবাসে।
অন্ধকারে হাতটি ধরে দাঁড়িয়ে থাকিস রাই।
ফিনিক্স পাখির ছাই থেকে আবার জন্ম নেবো।
প্রতিজন্ম কেবল আমি তোর-ই প্রেমিক হবো।
দুঃখগুলো বন্দী হয়ে আছে মনিকোটায় জমা।
রাই,সাহস করে একবার বল-তুই আমার প্রিয়তমা।
বসন্তের গন্ধ বেরোয় তোর নিয়ন আলোর চুলে।
আমি কেমন হারিয়ে যাই হঠাৎ আমায় ছুঁলে।
ফিনিক্স পাখির ছাই থেকে আবার জন্ম নেবো।
রাই,প্রতিজন্মে কেবল আমি তোর-ই প্রেমিক হবো।
No comments