Breaking News

আমার গ্রামের রাখাল ছেলে গরু ছড়ায় মাঠে,

            



           কৃষক ছেলে

মোঃ আনসার উদ্দিন ভূঞা

আমার গ্রামের রাখাল ছেলে গরু ছড়ায় মাঠে,
প্রতি দিনের কাজটি সারে জোড়া পায়ে হাটে।
অনেক গুলি গরু ছড়ায় কষ্টটা একা করে,
সকাল বিকাল থাকতে হয় যে ওদের পিছু ঘুরে।
রুদে পূড়ে ছড়ায় গরু শরীরে জড়ায় ঘাম,
সারাটা বেলা থাকতে হবে,এটাই তাহার কাম।
বৃষ্টি আসলে টলেনা সে খাওয়ায় গরুর ঘাস,
নতুন পানিতে ধরে মাছ থাকে সর্দি কাশ।
শ্যামল সবুজ মাটির বুকে গরু ঘাস খায়
ভিন্ন দিকে ছড়িয়ে গেলে সন্ধ্যায় সাথে পায়।
বাড়ির গাছের পাখিরা উড়ে গরুর পিঠে বসে,
গরুরা তখন লেজ দিয়ে তাড়ায় শরীর ঘেঁষে।
দুপুর বেলা খাবার পানি প্রয়োজন যে পড়ে,
খোকা তখন পানির জন্য ছটফট কি যে করে।
বাড়ি আসেনা খায় যদি অন্যের খেতের ধান,
ঝগড়া করতে আসবে অন্য বাড়ির পোলা পান।
গানের সূরে নিজের কন্ঠ সুন্দর নাইবা হোক,
মনের তৃপ্তি মিটায় ভারী জেগে উঠে বুক।
রাখাল ছেলের হাতের লাঠি গরু পায় ভয়,
তিনটি পায়ে দাঁড়িয়ে থেকে মনের কথা কয়।
চরপাড়া ময়মনসিংহ।

No comments