Breaking News

স্মৃতি নিয়ে বাঁচে

 স্মৃতি নিয়ে বাঁচে

লেখক মোহাম্মদ মহিউদ্দিন







স্মৃতি ভুলে যাওয়া যায় না
স্মৃতি কল্পলোকে বাস করে
স্মৃতি স্বপ্নের জন্ম‌ দেয়
স্বপ্ন দেখায়।
স্মৃতির বসবাস হৃদয়ে
স্মৃতিকে অনুভব করতে হয়
সময় অসময়ে উঁকি ঝুঁকি মারে
কখনো হাসায় কখনো কাঁদায়।
স্মৃতিতে সুখ দুঃখ বাস করে
আপন মানুষের স্মৃতি
খারাপ মানুষের খারাপি
দুঃখের দিনের কষ্ট মানসপটে ভাসে।
স্মৃতি যন্ত্রণার স্মৃতি প্রেরণার
স্মৃতি আসা জায়গায় ভালোবাসা জায়গায়
স্মৃতি নিয়ে মানুষ লিখে
মানুষ স্মৃতিতে ডুবে থাকে।
নিষ্ঠুরতার স্মৃতি পিড়া দেয়
দাম্ভিকতার স্মৃতি কামড়ে দেয়
ভালোবাসার স্মৃতি ভালোবাসা জায়গায়
প্রতারণার স্মৃতি বিষন্ন করে।
স্মৃতি মানুষকে আনন্দ দেয়
স্মৃতি মানুষকে বেদনা দেয়
স্মৃতি মানুষকে প্রেরণা দেয়
মানুষ স্মৃতিতে হারিয়ে যায়।
মানুষ স্মৃতিতে বন্দী হয়ে যায়
মানুষ স্মৃতিতে অবগাহন করে
স্মৃতি অতীতের হয়
স্মৃতিতে অভিনয়ও থাকে।
অতীতের স্মৃতি ভবিষ্যতের হাতিয়ার
খারাপ স্মৃতি এক ধরনের ক্ষত
ভালো স্মৃতি এক ধরনের প্রেরণা
স্মৃতিতে অভিজ্ঞতা সঞ্চয় হয়।
স্মৃতি অম্লান অক্ষয়
স্মৃতির মধ্যে মানুষের বসবাস
সুন্দর স্মৃতি নিয়ে বেঁচে থাকাই ভালো
দুঃখের স্মৃতি ভুলে যাওয়াই শ্রেয়।

No comments