মনটাকে শক্ত করে আবেগটাকে রুখি
মনটাকে শক্ত করে
আবেগটাকে রুখি
বিবেক বলে আমি তবে
কোথা দিয়ে ঢুকি?
আবেগ আর বিবেক
সহোদর ভাই
আবেগ ডানে গেলে
বিবেক বামে যায়।
দুই জনের চোখাচোখি
ক'দিন ধরে বন্ধ
ভালোবাসা নিয়ে তাঁদের
শুরু হলো দ্বন্দ্ব।
আবেগ বলে এক কথা
বিবেক বলে আরেক
এই নিয়ে হাতাহাতি হলো
বার দু'চারেক।
অবশেষে এক হলো
দুই সহোদরে
ভালোবাসার টানে তাঁরা
মিললো পরস্পরে।
মনেতে স্বস্তি এলো
নেই আর ভয়
অবশেষে হলো তবে
ভালোবাসার জয়।
আবেগ ভয়ংকর
আর বিবেক পাষাণ,
আবেগ-বিবেকের মিলনেই
"মুশকিল আসান"!
আবেগ-বিবেকের মিলন
( স্নেহাশীষ বড়ুয়া )
No comments