তোমাকে ভালোবাসতে গেলে যদি নির্দিষ্ট
তোমাকে ভালোবাসতে গেলে যদি নির্দিষ্ট
কোন ঋতুর প্রয়োজন হয়।
তাহলে আমি তোমাকে ভালবাসতে নারাজ।
এমন তো কোন কথা নেই।
প্রিয়তমা!সত্যি বলতে কি জানো..?
প্রেমে পড়ার নির্দিষ্ট কোন ঋতু হয় না
আমি কোকিল কেউ বর্ষা ঋতুতে ডাকতে শুনেছি।
আমি এমনও পাখি দেখেছি
যারা ছায়ায় লোভে গাছের কোটরে বাসা বাঁধে।
আর গাছ ও বোকা।
নিজের শরীরে ক্ষত করে তাকে আশ্রয় দেয়
এত বড় আকাশের নিচে।
তার খাওয়ার জন্য ফল,শোয়ার জন্য চাদর।
প্রবল ঝড় বৃষ্টিতে নিজের বুক পেতে দিয়েছিল।
তার মুখে এক ফালি হাসি দেখবে বলে।
কিন্তু হায়...
বনস্পতি জানত না ওটা পরিযায়ী পাখি ছিল।
No comments