শিরোনাম-স্বপ্নের পরী।
কলমে:আল-আমিন।
তুমি স্বপ্নতে আসো,স্বপ্নতে হাসো,
স্বপ্ন নিয়া কেনো আমায় ভালোবাসো।
ওগো মোর স্বপ্নের পরী,
মনে চায় তোমায় একটুখানি ধরি।
আসো যাও স্বপ্নে দাও দেখা,
তুমি ছাড়া আমি বড় একা।
মায়াভরা চাহনি তোমার,
প্রেম সাগর হইবো পাড়।
যদি পাইতাম তোমারি দেখা,
তবে নাহি আমি হইতাম একা।
ভালোবাসি কত যে তোমায় আমি,
তাইতো তুমি আমারি মনে হিরের চেয়েও দামি।
তোমারি লাগি রই অপেক্ষায়,
তোমারেই কেনো এই মন চায়।
বুঝিনি কখনো আমি হবো এমন,
না এসে কেনো ভাঙ্গো এই মন।
চাঁদের মতো মুখ যে তোমার,
না যাবে কেউ তোমারি ধার।
তোমারি অপেক্ষায় আমি থাকি,
তোমারেই আমার মনে রাখি।
পাখি ডাকে যখন সুরে সুরে,
তোমারে খুজি পৃথিবী ঘুরে ।
ফিরে আসোনা আমারি কাছে,
ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে।
তোমারে ভাবি যে কত রূপে,
ভালোবাসা আমি নিবো লুপে।
চুপিচুপি এসে দিও স্বপ্নতে দেখা,
তুমি ছাড়া আমি যে বড়ই একা।
তোমারই অপেক্ষায় রইবো জীবনভর,
তুমি ছাড়া এ জীবন পানি ছাড়া এক মরুর চর।
No comments