রাতের আত্মবিসর্জন
রাতের আত্মবিসর্জন
কৃষ্ণপদ সরকার
রাতের অন্ধকার শরীরে জোছনার হামাগুড়ি,
গাছেদের কানে কানে বাতাসের প্রেমালাপ,
কামিনীর মদির সুবাস, গোলাপের সৌন্দর্য বিলাস,
ক্ষয়ে যাওয়া কৃষ্ণ পক্ষের পঞ্চমীর চাঁদ,
বেসরসিক শিয়ালের ক্ষণে ক্ষণে হাঁক।
নিশুতি রাতে পায়রার নীড়ে নিশাচর পাখিদের
হানা, অন্ধকারে অন্ধকার নিজেকেই করে পরিহাস,
ব্যর্থতার গ্লানি ঢাকে আঁধারের নরম চাদর।
জীবনের কৃষ্ণ পক্ষে দ্বাদশীর চাঁদ অস্তাচলে বসে
বিদায়ের প্রহর গণনায় রত,অস্তরাগে রঞ্জিত পশ্চিম
আকাশের সারা গায়ে বেদনার ছাপ।
রাতের শেষ প্রহর এখন নিঃস্ব প্রায়, নিঃশব্দে
অগ্রসরমান প্রভাতের দিকে। রাতের আত্মবিসর্জন
আনুক প্রভাত, জীবনের নবজন্ম ঘটুক আবার।
No comments