এ-ই যে ক্ষণিকের বৃষ্টি, বাতাসে ভেসে থাকা কিছু ছন্দ,
এ-ই যে ক্ষণিকের বৃষ্টি,
গোলাপের ডাল আঁকড়ে বেড়ে ওঠা
কুঞ্জলতায় ফোটা ফুল,
স্মৃতির উঠোনে ছড়ানো
বকুলের গন্ধ মেশানো কটা ভুল!
দিন দুপুরে হিজলের ডালে বসে
বুলবুলিটার বলে যাওয়া বুলিতে,
মনের কোণে তোলা অনুরণন অথবা
ডাহুকের ডাকে বিচলিত হৃদয়ে
কতো কতো গোপন আলাপনের চিত্র আঁকা।
তার-ই পাশে, মেহেদী গাছের শরীর জুড়ে
ফুটে থাকা ফুলের ম ম সুবাসে
রচিত হলো আলপনা।
কলাপাতায় তৈরি করা ছেলেবেলার খেলাঘর,
কচু পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটায়
ডুবিয়েছি আর-ও কিছু স্মৃতি!
পুকুরের জলে জোছনার ডুব সাঁতার,
হাসনাহেনা গন্ধরাজের রাজত্বে
মাতোয়ারা ছিলো মন পূজারীর প্রেম!
আটপৌরে খুব সাধারণ এ জীবনে
মাঝে মাঝে খুঁজে ফিরি এক বোহেমিয়ান প্রেম,
বোহেমিয়ান জীবন।
কল্পনায় আমি এক বোহেমিয়ান,
সেই জীবনই আমার কবিতার আতুড়ঘর,
সে-ই ঘরেই থাকুক আমার অবাধ বিচরণ,
আনন্দ উদযাপন!
আহা, বোহেমিয়ান!
এক বোহেমিয়ান জীবন!
বোহেমিয়ান বৃষ্টির জল, জলবায়ু।
No comments