সর্বলোকে সর্ব জীবন কাটায় এক আশায়
সুখ কোথায়?
ইতি সরকার
সর্বলোকে সর্ব জীবন কাটায় এক আশায়
হয়তো একদিন ভরে উঠবে জীবন
সুখের শীতল ছায়ায়;
কিন্তু সুখ কোথায়?
কেউ কি পেয়েছে সুখ তার জীবনে
কঠোর অন্বেষণে?
ধনীরা ভাবে সুখ জীবনে আসবে
যখন তার কয়েকটি ফ্ল্যাট মিলবে;
আবার গরিবের ভাবনা মিলবে সুখ
যখন তার অন্ন, বস্ত্র থাকবে খুব;
সকলে অন্ন,ফ্ল্যাট পাওয়ার পরও কেন?
সুখে নাই যেন;
তারা আবার নতুন করে বেরিয়ে পড়ে
সুখের অন্বেষণে
এভাবেই চলতে থাকে "সুখ কোথায়"?
এই প্রশ্ন মনে;
No comments