Breaking News

আমি ঝুম বৃষ্টিতে ভিজব না,

 



আমি ঝুম বৃষ্টিতে ভিজব না,

ভিজব তোমার চকিত চঞ্চলতাই-
যেখানে ওষ্ঠ নামে প্রগাঢ়তায়।
আমি হাওয়াতে উন্মাতাল হবোনা,
কেবল তোমার বাহুতে দুলব-
অপূর্ব তন্ময়তাই,
যেখানে সুখের নামে থাকবে প্রশান্তি।
আমি সত্যি ওই পাহাড়ে উঠব না,
যেখানে যাপিত নিয়মে সবাই ভিড় করে।
আমি ভিড় ঠেলে স্পর্শ করব-
তোমার কপলের সেই ভাঁজ,
যেখানে তুমি করেছো আমার প্রেম নামক সেই চাষ।
যেখানে -
ফুল নেই, ফল নেই।
আছে তবু দারুণ এক উর্বরতা,
যেখানে শেষ হয়-
আমার তাবৎ অস্হিরতা।
© সোমা কাজী

No comments