ছেড়ে যাও, সম্পর্ক ছিন্ন করোনা
ছেড়ে যাও, সম্পর্ক ছিন্ন করোনা
অবহেলার পদতলে ন্যাক্কার বেদুঈনে
উপেক্ষার তীরগুলো ছুড়ে দাও অভিমানে,
নিষ্ঠুর ঘৃণা অপবাদের তীক্ষ্ম ফলা
নীরবতার দৃষ্টিবানে ব্যাকারণে
পোড়াও রক্ত চক্ষুর আগুনে
তবুও সম্পর্ক ছিন্ন করোনা।
অযত্ন নিস্পৃহায় ছড়াও উত্তাপ
ক্রোধের অনলে পোড়াও মৌনমিতালী
প্রতিক্ষার প্রহর আঁধারে ঢেকে দাও
মৃগ তৃষ্ণার অনুভূতিকে তৃষ্ণার্ত করো অভিদংশনে!
বাতাসে অবাধ্য হেঁচকি কান্নার ঢেউ
মায়াতে জমাট বাঁধুক মরিচিকার পাহাড়
তবুও সম্পর্ক ছিন্ন করোনা।
স্মৃতির বালিয়াড়ীতে জমে থাকা মুক্ত সময়
মুছে ফেলনা মনোবারান্দার মৌনলিপ্ত
কনিষ্ঠা আঙ্গুলের স্পর্শের কাঁপন।
গোপন শত ব্যথা
আলোর ঝাঁপটা আক্ষেপে গাঁথা
সাগর নীলিমার নীরবতায় ডুবিয়ে দাও
প্রতিধ্বনি ফিরে আসার ইথার গুটিয়ে নাও
তবুও না।
ছেড়ে যাও, সম্পর্ক ছিন্ন করোনা
প্রেমবৃন্ত হতে ফুল প্রেমিকেরে
সৌরভ বা রঙের মাধুরীকতায় মিশে থাকা এই আমাকে।
No comments