Breaking News

আবার নামবে যখন ঝুম বৃষ্টি হঠাৎ থেকে যাবে পথ চলা

 


আবার নামবে যখন ঝুম বৃষ্টি

 হঠাৎ থেকে যাবে পথ চলা,

দমকা হওয়া উড়িয়ে নেবে ছাতাটি

থামবে মিছে দুপুরের কথা বলা।

তখনও আমি মাঝ পথে

 রইবো একাকী ঠায় দাড়িয়ে,

আদ্র চুলের ফাঁকে বৃষ্টিকণা-

মুক্তোর দানায়, হাত এলিয়ে।


ফোঁটা বৃষ্টি হয়তো আলতো পরশে

তোমাকে নামাবে মেঘের কল্পনায়,

তোমার হাতটি ধরে হেঁটে যাবো

বৃষ্টি-ভেজা পথের আপলনায়।

নীলপাড়ে শাড়ির ভেজা আঁচলে

আমায় বা হাতে বেঁধে ঘুরবে শহরে,

আমি হারাবো অবলীলায়

ঘন বর্ষার এই বৃষ্টি-ধূসরে।।


কবিতা: বৃষ্টি ভেজা দিনে।

লেখা: মোহাম্মদ বাহা উদ্দিন

No comments