একান্নবর্তী পরিবার একান্ত দরকার
একান্নবর্তী পরিবার একান্ত দরকার
অফুরন্ত ভালোবাসা সবার মাঝে
নতুন প্রজন্ম বড় হয় সবার সাথে।
পরিবার একটা অনুভূতি একটা বন্ধন
যেখানে থাকে শুধু আপনজন
পরিবারহীন জীবন আগাছার মতন
অযত্নে অবহেলায় বেড়ে উঠে জীবন।
সুন্দর পরিবার একান্ত প্রয়োজন
সুখ দুঃখ ভাগ করার থাকে আয়োজন
ভালোবাসা দেওয়ার জন্য, পাওয়ার জন্য,
পারিবারিক জীবন সেতো অনন্য।
আধুনিকতায় পারিবারিক জীবন করে হরণ
মোবাইলের যুগে বিষন্নতায় ভুগে বাড়ায় মরণ
খন্ড পরিবার প্রজন্মকে করে আত্মকেন্দ্রিক
স্বার্থপর করে, বাধা দেয় মানসিক বিকাশ।
খন্ড পরিবারে মিলেমিশে থাকার সুযোগ থাকে না
আবেগ অনুভূতি তৈরি হয় না
গল্প করার মানুষ থাকে না
নিঃসঙ্গতা আঁকড়ে থাকে সর্বক্ষণ।
পারিবারিক পরিবেশ মানুষকে করে ধন্য
পারিবারিক পরিবেশে মানুষ হয় জঘন্য
সুন্দর পরিবেশে সুন্দর জীবন
পরিবারে যদি থাকে সুন্দর আপনজন।
পরিবারের সবার সামর্থ্য হয় না সমান
তাই বলে স্বজনকে করা যাবে না অপমান
খন্ড খন্ড পরিবারে শান্তি থাকে না
সুখ-শান্তি থাকে সবাই যখন বাস করে একসাথে।
No comments