আজ বেঁচে আছি বলে,
কবিতা :বেঁচে আছি বলে
রচনায়:সাবিত ইবনে মিজান
আজ বেঁচে আছি বলে,
ঢেউ কি উঠছে সাগরের ওই জলে?
আজ বেঁচে আছি বলে,
নদী কি ছুটছে মনোরম কলকলে?
আজ বেঁচে আছি বলে,
ধরনী কি আজ পূর্ণ কোলাহলে?
আজ বেঁচে আছি বলে,
পূষ্পরাজি কি ছড়িয়েছে পরিমলে?
কাল আমি না থাকলে,
তোমাদের হাত থাকবে কি কপলে?
পূষ্পরাজি কি ছড়াবেনা আর তাদের পরিমলে?
নাকি চলে যাবো যবে,
ভুলে যাবে তবে,
অসীম এ পৃথীবিটা।
চলে গেলে পরে,
পাঠাবে তো গোরে,
আমার এ দেহটা।
আজ বেঁচে আছি বলে,
বুঝছোনা কেহ আমার প্রয়োজন।
কাল আমি না থাকলে,
প্রয়োজন বুঝে করবে যে ক্রন্দন।
আজ বেঁচে আছি বলে,
করছো সবে আমায় অবহেলা।
কাল আমি না থাকলে,
অনুভূত হবে বক্ষের মাঝে জালা।
তবে বেশি দিন তারা রাখবেনা মোরে মনে,
রাখবেনা অন্তরে,
রাখবেনা কোনো স্মৃতি,
রাখবেনা সংসারে।
No comments