Breaking News

কেন দিলে এতো দুঃখ , বিধাতা

 "বার বনিতা"



কেন দিলে এতো দুঃখ, বিধাতা 

কেন বেদনা জ্বালা!

কেন নিলে না আমার যতটুকু 

আছে শোক তাপ?

মেয়ে হয়ে আসা কি দোষ?

একি অপরাধ!

কেন নিয়ে এলে আঁধার রাতের 

বারাঙ্গনার দলে?

আটক করেছে দেহ চোরেরা

ছলে বলে কৌশলে!

বার বনিতা হয়ে যায় কেন নারী রা

সমাজে বল?

মেয়ে হয়ে আসা এ পৃথ্বী তে

এ কোন তোমার ছল।

এ কোন‌ বিচারে সাজা পাই আমি 

কি আছে অপরাধ?

কেন এসেছি পৃথিবীতে আমি  

সইতে অপবাদ!

দিয়ে যাই অভিশাপ তোকে আজ

হে গণ দেবতা,

আমার কষ্ট তুমি ও পাবে,

দিয়েছি লিখে তা!


 রচনায়: উৎপল সুর রায় চোধুরী। 


"যুগে যুগে কন্যা সন্তান অপমানিত, অত্যাচারিত। কালের চক্রে অপরাধীর দল, শোষণ করে তাদের। ভগবান যেন তাদের শাস্তি দেন'


No comments