একটি দুঃস্বপ্নের মৃত্যু
একটি দুঃস্বপ্নের মৃত্যু
একটি দুঃস্বপ্ন আসে ক্লান্ত শ্রান্ত চোখে,
স্মৃতির পাহাড় এসে চেপে বসে বুকে।
অস্পষ্ট একটি ছবি ভেসে ওঠে চোখে।
বন্ধ আঁখি পর্দা তুলে চেয়ে অনিমিখে;
দৈব সে উধাও হয় চোখের পলকে।
চৈতন্য ফিরে যখন রূপের ঝলকে,
ভয়ে মরি সে স্বপ্নের বাস্তবতা দেখে।
বাস্তবতা-স্বপ্ন মিশে যেন নব ঋতু;
যে ঋতুতে ঝরে অভ্রে যন্ত্রণার পয়।
জন্মিলো শত কবিতা যে ব্যথার হেতু,
কালের গর্ভে হয় সে ব্যথারও ক্ষয়।
এভাবে একদা হয় দুঃস্বপ্নের মৃত্যু ;
সাথে ঘটে কবিতার ধ্রুব পরাজয়।
No comments