Breaking News

একটি দুঃস্বপ্নের মৃত্যু

 একটি দুঃস্বপ্নের মৃত্যু

এম এন রহমান



একটি দুঃস্বপ্ন আসে ক্লান্ত শ্রান্ত চোখে,
স্মৃতির পাহাড় এসে চেপে বসে বুকে।
স্বপ্ন ভারে শ্বাস যায় যখন থমকে,
অস্পষ্ট একটি ছবি ভেসে ওঠে চোখে।
বন্ধ আঁখি পর্দা তুলে চেয়ে অনিমিখে;
দৈব সে উধাও হয় চোখের পলকে।
চৈতন্য ফিরে যখন রূপের ঝলকে,
ভয়ে মরি সে স্বপ্নের বাস্তবতা দেখে।
বাস্তবতা-স্বপ্ন মিশে যেন নব ঋতু;
যে ঋতুতে ঝরে অভ্রে যন্ত্রণার পয়।
জন্মিলো শত কবিতা যে ব্যথার হেতু,
কালের গর্ভে হয় সে ব্যথারও ক্ষয়।
এভাবে একদা হয় দুঃস্বপ্নের মৃত্যু ;
সাথে ঘটে কবিতার ধ্রুব পরাজয়।

No comments