বেকারত্বের যাতাকলে,
বেকারত্বের যাতাকলে,
কত শত ধুকছে বেকার দলে দলে।
পাচ্ছে না খুঁজে আস্থা,
বেঁচে থাকবার মতো রাস্তা।।
চাকরির পেপার হাতে,
স্বপ্ন বাসা বাঁধে দূর অজানাতে।
একটু আঁলোর সন্ধানে জীবনে তাগিদে,
ছুটে চলা সুখের অভিমুখে।
বিষাক্ত এক অভিজ্ঞতা সঙ্গী করে,
এ যেন বেকারত্বের যাতাকলে।।
নেয় না কেউ খবর দেয় না ডাক
এ যেন বিষাক্ত অভিশাপ।।।
বেকারত্ব
*আল আমিন *
No comments