জীবনটা যে ছিন্নভিন্ন করে দিলো,
জীবনটা যে ছিন্নভিন্ন করে দিলো,
আমি তার জীবন গড়ার করি দোয়া।
যে আমায় দিলো আঁখিজুড়ে জলের ধারা,
আমি হই যেনো তারি লাগি বাঁধনহারা।
আমি তার সুখের জন্যে সহ্য করি সকল ঘাত।
আমাকে দিয়েছে যে নরকের আগুনের জ্বালা,
তার জন্যে কাঁটার আঘাত পেয়েও গাঁথি ফুলের মালা।
যে নিভিয়ে দিয়েছে মোর জীবনের সব আলো,
আমি তার লাগি প্রদ্বীপ জ্বালি কাটাতে সকল আধারকালো।
আমার জীবনের সুখপাখিটা যে দিয়েছে মারি,
তার লাগিই পৃথিবীর সব সুখ আমি যেনো কাড়ি।
যে আমাকে দিয়েছে দিবসেই রাত্রির অন্ধকার,
আমি তার লাগি খুলে দিই সব বন্ধ দুয়ার।
যে মোর জীবনের আশা-ভরসার নিয়ে করেছে খেলা,
তার সকল আশা পূরণ করতে আমি হয়ে যায় কষ্টের মেলা।
No comments