Breaking News

জলের ফোটায় বিষন্ন বৃষ্টি,

 


জলের ফোটায় বিষন্ন বৃষ্টি,

মনের মেঘে জমে কষ্টের কাহিনী।
ভেজা দুপুরে বিষাদ ঘিরে আসে,
জীবনের পথে হারিয়ে ফেলা বাণী।
শীতলক্ষার ঢেউয়ে,
ভেসে আসে কান্না,
জীবনের কাহিনী বলে,
তবু পাওয়া যায় না সান্ত্বনা।
বাঁধনহীন নদীর মতো,
বহে যায় দুঃখের স্রোত,
নদীর শান্ত জলও,
হঠাৎ রূপ নেয় বেদনায় মহৎ।
বৃষ্টির ধ্বনি বাজে কানে কানে,
হৃদয় কাঁপে বিষাদের তানে।
জলের ফোটায় বিষন্ন বৃষ্টি,
ভিজিয়ে দেয় মন, স্মৃতির দামে।

শিরোনাম : বিষন্ন বৃষ্টি
কলমে : মীর অন্তর

No comments